Sambad Samakal

চিনি মেখে পান চকচকে ত্বক

Jun 13, 2021 @ 9:00 pm
চিনি মেখে পান চকচকে ত্বক

চিনি মানেই শর্করা, সাদা শত্রু। খাদ্য তালিকা থেকে তাই বারবার চিনি বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু জানেন কি, ত্বকের যত্নে এই চিনির ভূমিকা অপরিসীম? না, চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে চিনি খাওয়ার প্রয়োজন নেই। জেল্লাদার ত্বক পেতে চিনি মখার পরামর্শ দিচ্ছেন সৌন্দর্য বিশেষজ্ঞরা।
জেনে নেব, চিনির ব্যবহারে কীভাবে বাড়বে ত্বকের উজ্জ্বলতা।

১) বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঔজ্জ্বল্য হারায় ত্বক। এর বড় কারণ ত্বকে মড়া কোষের আস্তরণ। এই মড়া চামড়া তুলতে চিনি অনবদ্য। এক চা চামচ গরম নারকেল তেলের সঙ্গে দু’চা চামচ চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন। হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। মড়া চামড়া উঠে গিয়ে ত্বক উজ্জ্বল হবে।

২) নরম ঠোঁট পেতে চিনির জুড়ি নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,
চিনি ও মধু এক সঙ্গে মিশিয়ে ঠোঁটে মাসাজ করুন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। মুক্তি মিলবে ফাটা ঠোঁটের সমস্যা থেকে। ঠোঁটের রংও উজ্জ্বল হবে।

৩) ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও কার্যকরী চিনি। তিল তেল, চিনি ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এবার ওই প্যাক ত্বকে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর হালকা গরম জলে ধুয়ে ময়শ্চারাইজার, ক্রিম বা লোশন লাগিয়ে নিন। সপ্তাহে তিন দিন এই প্যাক লাগলে ত্বকের আদ্রতা ফিরে আসতে বাধ্য।

Related Articles