Sambad Samakal

Ubuntu and Vidya Balan: মানবিকতার গল্প নিয়ে নতুন বই প্রকাশ বিদ্যার

Dec 24, 2021 @ 6:19 pm
Ubuntu and Vidya Balan: মানবিকতার গল্প নিয়ে নতুন বই প্রকাশ বিদ্যার

অভিনেত্রী বিদ্যা বালানের সেরিব্রাল অভিনয়ের জন্য পরিচিতি। পণ্যের বিজ্ঞাপন নয় এবার তাঁকে দেখা গেল পুস্তক প্রকাশের অনুষ্ঠানে। ডা: শিল্পা আরোস্কারের উপন্যাস উবান্টু আই অ্যাম বিকজ উই কেয়ার অতিমারীতে উঠে আসা নানা মানবিক বিক্ষণ নিয়ে রচিত। অতিমারী, লকডাউন এবং শারীরিক দূরত্ববিধির নানা টুকরো উপখ্যানে ঠাসা এই উপন্যাস। এখানে প্রেম আছে, অনলাইন স্কুল আছে এমনকি ভার্চুয়াল বিয়েও রয়েছে। আর গল্পের এই নানা মানবিক বিক্ষণই বেশি করে মনে ধরেছে বিদ্যার। বই প্রকাশ করে বিদ্যাও সেই মনে ধরার কথা জানালেন। লেখিকা নিজেও প্রথম সারির কোভিড যোদ্ধা প্রাণপাত করে চিকিৎসা করেছেন।

উবান্টু একটি আফ্রিকার জুলু উপজাতিদের শব্দ বন্ধ। যা মানবিকতার অপর নাম। উপন্যাসটির প্রকাশক ইয়োলো পাবলিসার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *