Sambad Samakal

Art & Craft Fair: বারাসাতে শুরু হলো মাটির মেলা

Dec 24, 2021 @ 5:39 pm
Art & Craft Fair: বারাসাতে শুরু হলো মাটির মেলা

মাটির টানে বাংলার হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে বারাসাতে শুরু হলো মাটির মেলা। বিজেপি বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল ও লোকসঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্য্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০টিরও বেশি স্টল এই মেলায় পসরা সাজিয়ে বসেছে।


“এটি দ্বিতীয় বছর আমরা এই মেলার আয়োজন আমরা করেছি বাংলার প্রান্তিক হস্তশিল্পীদের জন্য আত্মপ্রকাশের একটি মঞ্চ তৈরি করে দিতে। সেই সঙ্গে অতিমারীতে ধুঁকতে থাকা হস্তশিল্পীদের জন্য সামান্য মুক্ত হাওয়ার ব্যবস্থা করতে এই আয়োজন,” বললেন মেলার অন্যতম উদ্যোক্তা সুদেষ্ণা ভট্টাচার্য্য।

মেলা চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। মেলায় ১০ জন কোভিড-যোদ্ধা চিকিৎসককে সম্মাননা জানানো হবে। উদ্যোক্তাদের তরফ থেকে দু:স্থদের জন্য কম্বল ও শাড়ি বিতরণ করা হবে।

মেলায় সঙ্গীত পরিবেশন করবেন ইন্দ্রানী সেন, শ্রাবনী সেন, তীর্থ ভট্টাচার্য্য। এছাড়াও বাউল ও ছৌ নাচের অনুষ্ঠানও হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *