Sambad Samakal

আব্বাস অনুগামীর বাড়ি পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Mar 22, 2021 @ 12:33 pm
আব্বাস অনুগামীর বাড়ি পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আব্বাস সিদ্দিকির এক অনুগামীর বাড়ি পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত ভাঙড়। ওই আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আক্রান্ত আইএসএম কর্মীর নাম আজিত মোল্লা। সংকটজনক অবস্থায় তিনি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। আইএসএফ সূত্রে খবর, আব্বাস সিদ্দিকির সভায় যোগ দেওয়ার কারণেই এই হামলা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পারিবারিক বিবাদে এই ঘটনা বলে দাবি ভাঙড়-এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ।

ভাঙড়ের বোদরা অঞ্চলের সাপা গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, রবিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকির সভা ছিল। সেই সভাতেই গিয়েছিলেন আজিত মোল্লা এবং তাঁর পরিবারের সদস্যরা। এরপর রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা কেরোসিন তেল দিয়ে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দাউ দাউ করে জ্বলতে থাকে তাঁর বাড়ি। প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়িটি। পরে এই ঘটনায় যখন ভাঙড় থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলন আজিত, সেই সময় রাস্তায় তাঁর ওপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁকে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Articles