Sambad Samakal

একদিনের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা

Mar 30, 2021 @ 4:45 pm
একদিনের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা


হাতে আর মাত্র একদিন। আগামিকাল, অর্থাৎ বুধবারের মধ্যে ২০২০-২১ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা না করলে গুনতে হবে জরিমানা। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না করলে উচ্চহারে টিডিএস বা টিসিএস বসানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রিটার্ন জমা দেওয়ার বিষয়ে আয়কর দাতাদের একাংশের অনীহা কাটাতেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ। তাই আপনি যদি আয়করদাতার তালিকাভুক্ত হন এবং এখনও যদি আপনার আয়কর রিটার্ন দাখিল করা না হয়ে থাকে, তাহলে আর অযথা বিলম্ব না করাই ভালো। নির্দিষ্ট সময়ে অর্থাৎ ৩১ মার্চ, বুধবারের মধ্যে রিটার্ন জমা করে দিলে আপনি এড়াতে পারবেন এ সংক্রান্ত ঝুট-ঝামেলা। খসাতে হবে না গাঁটের বাড়তি কড়িও।

জেনে নেওয়া যাক, নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল না করলে লেট ফি বাবদ কত টাকা ক্ষতির মুখে পড়তে হবে। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী এবিষয়ে নির্দিষ্ট রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন। যে সমস্ত ব্যক্তির আয় থেকে গত ২ বছরে টিডিএস বা টিসিএস বাবদ ৫০,০০০ টাকা বা তার বেশি কেটে নেওয়া হয়েছে, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে নির্দিষ্ট হারের দ্বিগুণ বা ৫ শতাংশ যেটি বেশি হবে, সেই হারে তাঁদের টিডিএস বা টিসিএস কাটা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। তাই আর দেরি নয়, করের অতিরিক্ত বোঝা এড়াতে আজ অথবা আগামিকালের মধ্যেই দাখিল করে ফেলুন আপনার আয়কর রিটার্ন।


Related Articles