Sambad Samakal

নির্মলার এপ্রিল ফুল

Apr 2, 2021 @ 2:24 pm
নির্মলার এপ্রিল ফুল

ঠিক বোঝা যাচ্ছে না কে কাকে এপ্রিল ফুল করলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক না খোদ অর্থমন্ত্রী! বিগত অর্থবর্ষের শেষ দিনে বুধবার ৩১ মার্চ অর্থমন্ত্রকের নোটিশে দেখা গেল পাবলিক প্রভিডেন্ট ফান্ড সহ স্বল্প সঞ্চয়ে গড়ে প্রায় ১ শতাংশ সুদ কমে যাচ্ছে। রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় তা নিয়ে দেশ জুড়ে। তারপর রাত পোহাতেই, ১ এপ্রিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে ঘোষণা করেন স্বল্প সঞ্চয়ে সুদ গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের হারেই থাকবে। কোনও বদল হবে না। টুইটে অর্থমন্ত্রীর একটি বাক্যবন্ধ নিয়ে বেশ রসিকতায় মেতেছেন নেট নাগরিকরা। তিনি বলেছেন গতকালের নোটিশ নাকি নজর এড়িয়ে (ওভারসাইট) হয়েছে!

তথ্যাভিজ্ঞ মহলের মতে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে এই সুদ কমানোর বিরূপ ফল হতে পারে তাই নোটিশ প্রত্যাহার করল সরকার। ভোট মিটলেই এই নোটিশ বাস্তবের রূপ নেবে।

Related Articles