Sambad Samakal

নন্দীগ্রামে বিজেপি’র বিক্ষোভে বুথ-বন্দী মমতা: প্রবল উত্তেজনা

Apr 1, 2021 @ 2:32 pm
নন্দীগ্রামে বিজেপি’র বিক্ষোভে বুথ-বন্দী মমতা: প্রবল উত্তেজনা

রাজ্যপালকে ফোন করলেন মমতা, মামলা করলেন

#BigBreaking

বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের ভোট। সকাল থেকেই তৃণমূলের তরফ থেকে বিভিন্ন বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। কোথাও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এজেন্টকে। সব চাইতে বেশি সমস্যা দেখা দেয় বয়াল প্রাথমিক বিদ্যালয়ের সাত নম্বর বুথে। সকাল থেকে রেয়াপাড়ার অস্থায়ী আবাসেই ছিলেন মুখ্যমন্ত্রী। বেলা ১.১৫ নাগাদ তিনি রেয়াপাড়া থেকে সরাসরি পৌঁছে যান বয়াল প্রাথমিক বিদ্যালয়ে। তারপরই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। মমতা বুথে ঢুকতেই প্রচুর তৃণমূল ও বিজেপি সমর্থক জরো হয়ে যান বুথ চত্বরে। নিরাপত্তার স্বার্থে তাঁকে বুথে অপেক্ষা করতে হয়। মমতা অভিযোগ করেন বহিরাগতরা বুথ দখলের চেষ্টা করছে। উভয়পক্ষই যথেষ্ট উত্তেজিত। র‍্যাফ ও পুলিশ বাহিনী ঘিরে রেখেছে বুথ। বুথের দু’ তরফে তৃণমূল ও বিজেপি সমর্থকেরা ভিড় করে আছেন। মুখ্যমন্ত্রী ঘনঘন ফোন করতে দেখা গেছে, জানা গেছে তিনি রাজ্যপালকে ফোন করলেন।

Related Articles