Sambad Samakal

কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভারতী-শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ ডেবরা-নন্দীগ্রামে

Apr 2, 2021 @ 2:26 pm
কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভারতী-শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ ডেবরা-নন্দীগ্রামে

নন্দীগ্রামে বুথ পরিদর্শনে বরোলেন মমতা

কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ডেবরায় ভারতীকে ঘিরে বিক্ষোভ

দ্বিতীয় দফা ভোটের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। এবার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত হল কেশপুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। ভাঙচুর করা হয়েছে সংবাদ মাধ্যমের গাড়িও।

বিজেপির অভিযোগ, এদিন বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। লাঠি, বাঁশ ও লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুপুরে খবর লেখা পর্যন্ত বিজেপি প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি বিজেপির। ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগের রাতে, বুধবার কেশপুরে খুন হন এক তৃণমূল কর্মী। স্থানীয় যুবক খুনের প্রতিবাদে বিজেপি প্রার্থী এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়েন বলেই তৃণমূলের দাবি।

ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় তৃণমূল। জয় বাংলা স্লোগান দেন বিক্ষোভকারীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পূর্বমেদিনীপুরের রানিচকেও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন। সেখানেও তাঁকে ঘিরে দেওয়া হয় জয় বাংলা স্লোগান।

অন্যদিকে, নন্দীগ্রামের প্রায় ৮০ শতাংশ বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের আবহ তৈরির অভিযোগ এনেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি ভয় দেখিয়ে তৃণমূলের এজেন্টদের আটকে দিয়েছে। কর্মীদের মনোবল ফেরাতে ইতিমধ্যেই পথে নেমেছেন তৃণমূলনেত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি রেয়াপাড়ার ভাড়া বাড়ি থেকে রওনা হন। জানা গিয়েছে, নন্দীগ্রামের বিভিন্ন বুথ পরিদর্শন করবেন তিনি।

Related Articles