Sambad Samakal

তৃতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনায় ১৪৪ ধারা জারি

Apr 6, 2021 @ 11:38 am
তৃতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনায় ১৪৪ ধারা জারি

রাত পোহালেই তৃতীয় দফার ভোট রাজ্যে। সুষ্ঠুভাবে ভোট করাতে তত্পর নির্বাচন কমিশন। তাই নন্দীগ্রামের পর এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ভোটে ১৪৪ ধারা জারি করল কমিশন। পাশাপাশি সমস্ত ভোট কেন্দ্র মিলিয়ে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে কেবল দক্ষিণ ২৪ পরগনাতেই মোতায়েন থাকছে ৩০৭ কোম্পানি।  

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামিকাল দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে মোট ১৬টি কেন্দ্রে। মোট ১২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোটে অশান্তি রুখতে ১৬টি কেন্দ্রেই জারি ১৪৪ ধারা। প্রতিটি বুথকেই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া নিরাপত্তায় সর্বাধিক ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, আগামিকাল সমস্ত ভোট কেন্দ্র মিলিয়ে মোট ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার মধ্যে ৬১৮ কোম্পানি বুথের নজরদারিতে মোতায়েন করা হবে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই থাকছে ৩০৭ কোম্পানি।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটেও অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করেছিল নির্বাচন কমিশন। তবু সেখান থেকেই সবচেয়ে বেশি অশান্তির খবর মেলে। ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সহায়তা করার অভিযোগ উঠেছে।

Related Articles