Sambad Samakal

বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, হুঁশিয়ারি দিলীপের

Apr 12, 2021 @ 11:11 am
বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, হুঁশিয়ারি দিলীপের

 শীতলকুচি নিয়ে মন্তব্য করতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারি, ‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’

রবিবার উত্তর ২৪ পরগনার বরানগরে  দিলীপ বলেন,’এত দুষ্টু ছেলে কোথা থেকে এল? ওই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। সবে শুরু হয়েছে, এটা সারা বাংলায় হবে। যাঁরা ভেবেছেন বাহিনী বন্দুকটা দেখানোর জন্য এনেছে, তাঁদের বলি বাহিনী শুধু বন্দুকটা দেখাতে আসেনি। কেউ যদি আইন হাতে নিতে আসে তাঁকে যোগ্য জবাব দিতে হবে।’ একইসঙ্গে সংশ্লিষ্ট ভোটারদের রীতিমত হুঁশিয়ারির সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘১৭ তারিখে ভোট দিতে যান, বাহিনী থাকবে। ভোট দিতে না পারলে আমরা আছি। শীতলকুচিতে কী হয়েছে দেখেছেন তো? বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’

বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্যে বাংলার রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে। তাহলে কি তিনি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনাকে সমর্থন করছেন? গুলি চালনায় প্ররোচনা দিচ্ছেন?—এমন প্রশ্নও উঠেছে।

Related Articles