Sambad Samakal

শীতলকুচিতে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

Apr 12, 2021 @ 12:16 pm
শীতলকুচিতে  প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

রাত পেরোলেও শীতলকুচির রেশ এখনও কাটেনি। এরই মধ্যে রাজনৈতিক দলের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে এবার নির্বাচন কমিশনকে তোপ দেগে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, নির্বাচন কমিশনের উচিত এমসিসি-র (মডেল কোড অফ কনডাক্ট) নাম পরিবর্তন করে মডেল কোড অফ কনডাক্ট রাখা উচিত। বিজেপি সমস্ত চেষ্টা প্রয়োগ করেও মানুষের সঙ্গে আমার দেখা করে তাঁদের যন্ত্রণা ভাগ করে নেওয়া আটকাতে পারবে না। ওরা কোচবিহারের ওর তিনদিন ভাইবোনদের সঙ্গে দেখা করায় বাধা দিতে পারে। তবে চতুর্থদিন আমি সেখানে যাবই। 

উল্লেখ্য, চতুর্থ দফা ভোটের মধ্যে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যে রবিবারই শীতলকুচি যাওয়ার পরিকল্পনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় শনিবার রাতেই কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। শীতলকুচি সহ কোচবিহারের নয় বিধানসভা কেন্দ্রে আগামী ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক নেতা ঢুকতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। আর তাতেই আটকে যায় মমতার সফর।

Related Articles