Sambad Samakal

নয়া রেকর্ড! ভারতে একদিনে করোনা আক্রান্ত দেড় লক্ষের বেশি

Apr 12, 2021 @ 12:15 pm
নয়া রেকর্ড! ভারতে একদিনে করোনা আক্রান্ত দেড় লক্ষের বেশি

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এবার একদিনে আক্রান্ত হলেন দেড় লক্ষের বেশি মানুষ। পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। এই পরিস্থিতিতে আজ, রবিবার থেকে টিকা উত্সবে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, আজ আমরা দেশজুড়ে টিকা উত্সব শুরু করতে চলেছি। এই উত্সবে দেশবাসীকে চারটি বিষয় মাথায় রাখার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, যাঁদের টিকার প্রয়োজন তাঁদের সাহায্য করুন। কোভিড আক্রান্ত যাতে চিকিৎসা পায়, তা নিশ্চিত করুন। নিজে মাস্ক পরুন এবং কেউ করোনা আক্রান্ত হলে ওই এলাকায় মাইক্রো-কনটেনমেন্ট জোন তৈরি করুন। আগামী ১৪ এপ্রিল এই টিকা উত্সব চলবে। বেশি সংখ্যক টিকাকরণ করাই এই উৎসবের লক্ষ্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ২৭৫। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১০ কোটি ১৫ লক্ষের বেশি মানুষ।

Related Articles