গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। শ্বাসকষ্টজনিত সমস্যাতেই বুধবার সকালে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার বিকেলে পঞ্চম দফার ভোট মিটতেই কামারহাটির পার্টি অফিসেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি অক্সিজেন দেওয়া হয় তাঁকে। তারপর সেদিন থেকে চিকিৎসকদের পরামর্শ মত বাড়িতেই চিকিৎসা চলছিল মদন মিত্রর। কিন্তু এখনও তিনি সুস্থ হননি। তাই তাই এদিন সকালে তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের কারণ জানার জন্য তৃণমূল নেতার একাধিক পরীক্ষা করা হচ্ছে। তবে এখনও হাসপাতালের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

1 Comment
Comments are closed.