Sambad Samakal

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকারে ফিরবে তৃণমূল, দাবি চাণক্যর

Apr 30, 2021 @ 8:06 am
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকারে ফিরবে তৃণমূল, দাবি চাণক্যর

বিজেপি বা ত্রিশঙ্কু নয়, রাজ্যে সরকার গড়বে তৃণমূল-ই। বৃহস্পতিবার অষ্টম দফা ভোটের শেষে চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে এমনটাই জানাল।

চাণক্যের সমীক্ষা অনুযায়ী, ১৮০টি আসন নিয়ে অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কম-বেশি ১০৮ (+-১১) টি আসন পাবে। আর সংযুক্ত মোর্চা পাবে খুব বেশি ৪টি আসন। এমনকী শতাংশের বিচারে চাণক্যর সমীক্ষায় অনেকটা এগিয়ে তৃণমূল কংগ্রেস।

চাণক্যর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় ৪৬ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি পাবে ৩৯ শতাংশ, যা গত লোকসভা ভোটের তুলনায় এক শতাংশ কম। আর সংযুক্তা মোর্চার জোট খুব বেশি হলে ৯ শতাংশ ভোট পাবে।

উল্লেখ্য,  বাংলায় গত কয়েকটি ভোটে চাণক্যর বুথ ফেরত সমীক্ষার ফলাফল ভোটের ফলাফলের সঙ্গে প্রায়ই মিলে গিয়েছে। ফলে এবারেও তার খুব বেশি হেরফের হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles