Sambad Samakal

৮৩৩৫৯ ৯৯০০০ নম্বরে হোয়াটসআপ করলেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কিভাবে ?

May 16, 2021 @ 10:46 am
৮৩৩৫৯ ৯৯০০০ নম্বরে হোয়াটসআপ করলেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কিভাবে ?

এবার নিজের পছন্দ মতো সময়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারবেন কলকাতার নাগরিকরা। যাঁদের বয়েস ৪৫ বা তার বেশি তাঁরাই কোভ্যাক্সিন ও কোভিশিল্ড দুটোই পাবে। দুই ভ্যাকসিনের ক্ষেত্রেই ‘প্রি অ্যাপয়নমেন্ট’ টিকাকরণের সুবিধা চালু করল। পুরসভার মূখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ৮৩৩৫৯ ৯৯০০০ ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, ঠিকানা ও প্রথম ডোজের আইডেন্টি নম্বর পাঠালে পুরসভায় টাইম জানিয়ে দেবে। ফিরহাদের কথায়,“ভিড়ে গিয়ে লাইন দিয়ে কুপন সংগ্রহ বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকা দেওয়া অনেকের সম্ভব হচ্ছে না। তাই এবার বাড়ি বসে নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজের পছন্দের সময় ও তথ্য জানালে পুরসভাই জানিয়ে দেবে কবে করোনার দ্বিতীয় ডোজের টিকা পাবেন।” পুরসভার যে তিনটি টিকাকরণ সেন্টার এই প্রি-বুকিং সুবিধা মিলবে তা হল, দক্ষিণের সাউথ সিটি স্কুল, মধ্য কলকাতার রক্সি সিনেমা ও উত্তর কলকাতার বিধান শিশু উদ্যান। প্রথম ডোজ নেওয়ার মাত্র ১২ সপ্তাহ পরেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলেও ফিরহাদ জানান।
স্টেশন ও ফুটপাতের হকার এবং পরিবহণ শ্রমিকদের জন্য ভ্যাকসিনের যে প্রথম ডোজের টিকাকরণ চলছে তার সেন্টারও বৃদ্ধি করছে পুরসভা। এতদিন কলকাতা ময়দানে পুরসভার টেন্ট ও অহীন্দ্র মঞ্চেই শুধু টিকাকরন চলছিল। ফিরহাদ জানান,“ নিউমার্কেট লাগোয়া এলিট সিনেমা, হাতিবাগানের সুকান্ত সদন, টালা পার্কের পাশে মোহিত মঞ্চ এবং বরো আট-এর অফিসের পাশে মঙ্গলবার থেকে নয়া টিকা কেন্দ্র চালু হচ্ছে। পরিবহণ শ্রমিক ও হকারদের পরিচয়পত্র দেখালে বিনাখরচে এখানে কোভিডের প্রথম ডোজ দেওয়া হবে।” ফিরহাদের বৈঠকে ছিলেন বিধায়ক অতীন ঘোষ, সাংসদ ডাঃ শান্তনু সেন।

Related Articles