Sambad Samakal

বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ, জারি সতর্কতা

May 20, 2021 @ 12:44 pm
বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ, জারি সতর্কতা

আমফানের ক্ষত এখনও দগদগে গ্রামবাংলার বহু জায়গায়। গত বছর মে মাসে বিধ্বংসী এই ঝড়ের তান্ডবে তছনছ হয়ে গিয়েছিল গোটা রাজ্য। সেই বিপুল ক্ষতি এখনও পূরণ করা সম্ভব হয়নি। এরইমধ্যে নতুন আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপরে সলতে পাকাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। আগামী তিন দিন অর্থাৎ ২২ মে, শনিবারের মধ্যে বঙ্গোপ সাগরের পূর্ব উপকূলে তৈরি হতে চলেছে ভারী নিম্নচাপ। সেই নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় এর আকার নিয়ে প্রবল গর্জনে ধেয়ে আসবে বাংলার দিকে। একই সঙ্গে তা আছড়ে পড়বে ওড়িশাতেও।

এই ঘূর্ণিঝড় এর পোশাকি নাম যশ। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫-২৬ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হতে পারে বাংলা ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। বাংলার মাটিতে তা আছড়ে পড়বে আগামী বুধবার। তার আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হবে হালকা ও মাঝারি বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। ঝড়ের বেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৭০ কিমি। রবিবার থেকেই ঝড়ের দাপট বোঝা যাবে।
স্বাভাবিক ভাবেই জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles