Sambad Samakal

করোনা কালে রক্তসংকট মেটাতে উদ্যোগ মহিষাদলে

May 24, 2021 @ 11:24 am
করোনা কালে রক্তসংকট মেটাতে উদ্যোগ মহিষাদলে

করোনা মহামারীতে চরমে রক্ত সংকট। রোগীদের পাশ এবার এগিয়ে এলে পুর্ব মেদিনীপুরের মহিসাদলের অমৃতবেড়িয়ার একাধিক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন। একজোট হয়ে আয়োজন করল বড় মাপের রক্তদান শিবির। প্রায় ১০০ জন ম স্বেচ্ছায় রক্তদান করেন।
তবে শুধু শিবির আয়োজনেই দায় সরেননি উদ্যোক্তারা। প্রয়োজনে সশরীরে হাসপাতালে গিয়ে মুমুর্ষ রোগীদের জন্য রক্তদান করারও অঙ্গীকার করেন।
আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে সৌজন্য হিসেবে তুলে দেওয়া হয় লাল গোলাপ আর ফলের চারাগাছ। সঙ্গে করোনা সচেতনতা বাড়াতে বিতরণ করা হয় মাস্ক ও স্যানিটাইজার।
পাশাপাশি ঘূর্ণিঝড় যশে রূপনারায়ন তীরবর্তী গ্রাম অমৃতবেড়িয়ার মানুষদের পাশে থাকার উদ্যোগও শুরু করেছেন ক্লাব সমন্বয় টিমের যুবকরা।
রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ ক্যুইলা সহ অন্যান্য অতিথিরা।

Related Articles