Sambad Samakal

আজও নারদ মামলার জামিন অধরা, পার্টি করা হল রাজ্যকে

May 28, 2021 @ 5:07 pm
আজও নারদ মামলার জামিন অধরা, পার্টি করা হল রাজ্যকে

আজও জামিন নিয়ে কোনও সুরাহা হল না। ফলে এখনও গৃহবন্দি হয়েই থাকতে হয়েই থাকতে হবে নারদ কাণ্ডে ধৃত রাজ্যের চার হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দের। আগামিকাল অর্থাত্ শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টোর পর কলকাতা হাইকোর্টে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নারদ কাণ্ডে ধৃত ৪ জনের জামিন মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই অভিযুক্তদের হয়ে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রাজ্যকে এই মামলায় পার্টি করা হয়নি বলে আপত্তির কথা জানান। অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতাও রাজ্যকে পার্টি করার ব্যাপারে দাবি তোলেন। এরপর বিচারপতিরা তাতে সম্মতি দেন। তারপর নারদ কাণ্ডে রাজ্যকেও পার্টি করার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে, অভিযুক্তরা জামিন পাওয়ার উপযুক্ত বলে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। যদিও সিবিআইয়ে হয়ে এর বিরোধিতা করেন সলিসিটার তুষার মেহতা। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রশ্ন তোলেন, কেন একই মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে না? তাঁর অন্যান্য যুক্তি শুনে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন, জামিন মঞ্জুর করে দেওয়াই কি সঙ্গত হবে? জামিন মঞ্জুর হলেও মামলার নিষ্পত্তি ঘটে যাবে, এই মামলা এতটা সহজ নয় বলেও জানান তিনি।
দীর্ঘ সওয়াল-জবাব শেষে শুক্রবার বেলা ১২টা থেকে ফের শুনানির দিন ধার্য করেন বিচারপতিরা।

Related Articles