Sambad Samakal

রাজ্যে এত বাঁধ ভাঙছে কেন? তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

May 28, 2021 @ 5:05 pm
রাজ্যে এত বাঁধ ভাঙছে কেন? তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

বছর বছর বাঁধ ভাঙছে কেন! বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ বাঁধ কারণ জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁধ ভাঙার কারণ খতিয়ে দেখতে এদিন তদন্তেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেন এতগুলাে বাঁধ ভাঙল তা নিয়ে তদন্ত হবে।’ তদন্ত প্রক্রিয়া অবিলম্বে শুরু করারও নির্দেশ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার ঘূর্ণিঝড় যশের দাপটে রাজ্যে অন্ততপক্ষে ১৩৪ টি বাঁধ কমবেশি ভেঙে পড়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একসঙ্গে কেন এতগুলি বাঁধ ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বঙ্গ বিজেপি। তার প্রেক্ষিতেই এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বসে মমতা বাঁধ নির্মাণ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন বলে মনে করা হচ্ছে। এদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় সেচ দফতরের দায়িত্বে ছিলেন। বাঁধ নির্মাণ নিয়ে তদন্ত শুরু হলে এবং দুর্নীতি ধরা পড়লে রাজীব বন্দ্যোপাধ্যায় যে চাপে পড়বেন তা বলা বাহুল্য।

Related Articles