Sambad Samakal

থানার সুপারিশ ছাড়াই এবার ভ্যাকসিন হকার, পরিবহণ কর্মীদের

May 31, 2021 @ 2:40 pm
থানার সুপারিশ ছাড়াই এবার ভ্যাকসিন হকার, পরিবহণ কর্মীদের

করোনার ভ্যাকসিন নিতে এবার আর লাগবে না থানার সুপারিশপত্র। স্থানীয় ব্যবসায়ী সমিতি বা হকার ইউনিয়নের সুপারিশ নিয়েই যে কোনও হকার সরাসরি কলকাতা পুরসভায় ভ্যাকসিন সেন্টার থেকে টিকা নিতে পারবেন। এমনকী, কেউ যদি কোনও ইউনিয়নে যুক্ত না থাকেন, তাহলেও তিনি টিকা পাবেন। তবে সব ক্ষেত্রেই আধার বা ভোটার কার্ড সঙ্গে থাকতে হবে। শুক্রবার বিকেলে এমনটাই জানালেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ। পরিবহণ কর্মীরাও সংশ্লিষ্ট যানবাহনের মালিকের সুপারিশ থাকলেই টিকা পাবেন বলে জানান তিনি। এছাড়াও বার কাউন্সিলের সুপারিশ বা পেশা ক্ষেত্রের আইকার্ডের ভিত্তিতে নিয়ে টিকা নিতে পারবেন আইনজীবী ও মুহুরিরা। শিক্ষকরাও স্কুল কর্তৃপক্ষের সুপারিশ বা পেশা ক্ষেত্রের আই কার্ড নিয়ে ভ্যাকসিন সেন্টারে যোগাযোগ করলে টিকা পাবেন বলে জানান অতীন ঘোষ।

Related Articles