Sambad Samakal

চার পাতার চিঠির ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে রাজধর্মের পাঠ মমতার

May 31, 2021 @ 11:48 am
চার পাতার চিঠির ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে রাজধর্মের পাঠ মমতার

না কোনোভাবেই ‘এক তরফা’ ভাবে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি মেনে নেবে না রাজ্য সরকার। চিঠির শুরুতেই মুখ্যমন্ত্রী লিখেছেন তিনি ‘শকড’ এবং ‘স্টানড’। এভাবেই যুক্তির জাল বুনে মুখ্যমন্ত্রী তুলোধোনা করেছেন কেন্দ্রের এক তরফা ফরমানকে। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণতন্ত্রের পক্ষে এই বদলির নির্দেশ এক বেনজির ঘটনা। যা ইতিহাসে থেকে যাবে। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের নিয়ম উল্লেখ করে রাজ্য ক্যাডারের আইএএস অফিসারকে বদলি করার আগে রাজ্যের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করা হয় নি বলে চিঠিতে মমতা আঁর ক্ষোভ চেপে রাখেন নি।
তাই অটুট যুক্তি ও ঋজু সিদ্ধান্তের মিশেলে লেখা এই চিঠির শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, “এই অতিমারীর সঙ্কট কালে রাজ্য সরকার মুখ্যসচিবকে কোনো ভাবেই তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে না। যেহেতু চার দিন আগেই মুখ্যসচিবের কার্যকাল আইন মেনেই কেন্দ্র সরকার তিন মাস বৃদ্ধি করেছে তাই সেটিকেই বৈধ মেনে নিচ্ছে রাজ্য সরকার।”
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আশা করেছেন রাজ্যের মানুষের ভোগান্তি আর না বাড়িয়ে কেন্দ্র এই বদলির আদেশ প্রত্যাহার করবে।

Related Articles