Sambad Samakal

চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে

May 31, 2021 @ 1:13 pm
চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। নিজেই খাবার খাচ্ছেন। টিভি-তে খবর শুনছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। সোমবার উডল্যান্ডস হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজন স্যাচুরেশনের মাত্রা বেড়ে হয়েছে ৯৬। বাইপ্যাপ সাপোর্টে অক্সিজেনের মাত্রা কমিয়ে করা হয়েছে ২ লিটার প্রতি ঘণ্টা। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ, সুগার লেভেল। বেড়েছে হার্টবিট। গত কয়েকদিন ধরে তাঁর শুকনো কাশি হওয়ায় বুকের এক্স-রে করা হয়। তবে উদ্বেগজনক কোনও রিপোর্ট আসেনি। ইউরিনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। এছাড়া পাঁচ দিনের রেমডেসিভির কোর্সে বুদ্ধদেবের উন্নতি হয়েছে। ফলে আগামিদিনে স্টেরয়েডের মাত্রা কমিয়ে আনা হতে পারে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। তবে আগামী দু-দিন তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Related Articles