Sambad Samakal

অস্বস্তি বাড়িয়ে বাড়বে তাপমাত্রা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Jun 1, 2021 @ 3:32 pm
অস্বস্তি বাড়িয়ে বাড়বে তাপমাত্রা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

অস্বস্তি বাড়িয়ে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। মঙ্গলবার সকালে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
এদিন সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৬ ডিগ্রি । দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ।
দুদিন পরে, ৩ জুন মৌসুমীবায়ু ঢুকবে কেরলে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন অংশে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ফলে আগামী চার-পাঁচ দিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে।
এদিকে, বৃষ্টি হলেও মেঘলা আকাশ ও জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে।
আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

Related Articles