Sambad Samakal

গুরুদায়িত্ব পেয়ে গুরুজনদের আশীর্বাদ নিলেন অভিষেক

Jun 7, 2021 @ 5:32 pm
গুরুদায়িত্ব পেয়ে গুরুজনদের আশীর্বাদ নিলেন অভিষেক

মাত্র একদিন আগেই তাঁর হাতে গুরু দায়িত্ব সঁপেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয়েছে তাঁকে। আর গুরুদায়িত্ব পেয়েই গুরুজনদের আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেখা করেন দলের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির সঙ্গে। বর্ষীয়ান এই নেতার আশীর্বাদ নেওয়ার পাশাপাশি দল পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ নেন অভিষেক। তবে বছর পঁয়ত্রিশের পুত্রসম অভিষেক ঘরে ঢুকতেই আবেগে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সুব্রত বক্সী। বলেন, “আমার যা আছে সব তোকে উজাড় করে দেব। আর তোর মাথার উপর মমতাদির আশীর্বাদ রয়েছে, আমাদের কিছু লাগবে না।” দেখা করে আশীর্বাদ নেন দলের আরও দুই প্রবীণ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের।
গুরুজনদের আশীর্বাদ নিতে যাওয়া নিয়ে নিজের ফেসবুক ওয়ালে ছবি দিয়ে জানিয়েছেন অভিষেক নিজেই।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘গতকাল তৃণমূল ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে দলের পক্ষ থেকে আমাকে এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। দলের বর্ষীয়ান নেতা, নেত্রীদের আশীর্বাদ ও পরামর্শ আমাকে এই নতুন যাত্রাপথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে। আমার এই নতুন ভূমিকার সূচনালগ্নে দলের তিন অভিজ্ঞ নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের শরিক শ্রী সুব্রত বক্সি, শ্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করলাম। তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামীর লড়াইয়ে পথ দেখাবে।’
বিধানসভা ভোটে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আরও একবার আস্থা দেখিয়েছে। সেজন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানান তিনি। অভিষেক লিখেছেন, ‘ভালোবাসা ও ভরসার মর্যাদা দিতে আমরা বদ্ধপরিকর। মানুষের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম অব্যাহত থাকবে।’

Related Articles