Sambad Samakal

পার্কস্ট্রিটে অবাঙালির শো-রুমে বাঙালিকে হেনস্থা, ক্ষুব্ধ বাংলাপক্ষ

Jun 7, 2021 @ 5:31 pm
পার্কস্ট্রিটে অবাঙালির শো-রুমে বাঙালিকে হেনস্থা, ক্ষুব্ধ বাংলাপক্ষ

পার্কস্ট্রিটে অবাঙালি বিপনীতে বাঙালি ভাষ্যকারকে হেনস্থা করার অভিযোগ উঠল। ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে বাংলা পক্ষ।
রবিবার সকালে কলকাতার পার্কস্ট্রিটে অবাঙালি মালিকানাধীন সর্বভারতীয় একটি বিপনীতে গিয়ে টিভি ভাষ্যকার সোমনাথ সিংহ রায় হেনস্থার শিকার হন বলে অভিযোগ। তিনি জানিয়েছেন, ওই বিপনীতে একটি দামী প্রোডাক্ট কেনার জন্য হাতে নিয়ে দেখতে গেলেই বাধার মুখে পড়েন। তাঁর অভিযোগ, বিপনীর এক অবাঙালি কর্মী তাঁর দিকে তেড়ে আসে। সোমনাথবাবুকে বাঙালি জাতি তুলে অকথ্য গালাগাল করা হয় এবং বাঙালিকে কোনও কিছুতে হাত দিতে দেওয়া হবে না বা বিক্রি করা হবে না বলে জানিয়ে দেন। সোমনাথবাবুর দাবি, এই অবাঙালি কর্মী আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। বিধানসভা ভোটে বাঙালিরা বিপুল ভোটে তৃণমূলকে জয়ী করার আক্রোশেই এই ঘটনা বলে ধারণা রাজনৈতিক মহলের। ঘটনার পরেই সোমনাথবাবু স্থানীয় শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ জানিয়েছেন। বাংলা পক্ষর সঙ্গে যোগাযোগ করে তিনি তিনি বিষয়টি জানান। সংগঠনের তরফে তাঁর পাশে থাকার এবং সবরকম আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়। বাংলা পক্ষর নেতৃত্বের তরফে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় জানান, ‘সোমনাথবাবুর সঙ্গে যা ঘটেছে, তা রোজ বাংলার বুকে হাজার হাজার বাঙালির সঙ্গে ঘটছে। সোমনাথবাবুকে ধন্যবাদ যে জাতিবিদ্বেষের এই ঘটনা পুলিশে জানিয়ে তিনি এক সোজা শিরদাঁড়ার বাঙালি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এই বহিরাগতরা চরম বাঙালি বিদ্বেষী।অথচ এরা বাংলায় ঢুকে বাংলার খায়, থাকে, আয় করে। এদিকে বাঙালি বাইরে গিয়ে জীবিকা খোঁজে।’ তাঁর দাবি, অন্য সব রাজ্যের মতো বাংলাতেও অবিলম্বে বেসরকারি ক্ষেত্রে চাকরি ও ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই।
কৌশিক মাইতি বলেন, ‘বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে হেনস্থা করার সাহস বহিরাগতরা কীভাবে? মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে এ জিনিস হয়? বাংলার পুলিশ প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে আর কারও এই সাহস না হয়। বাংলা পক্ষ সোমনাথ বাবুর পাশে আছে।”

Related Articles