Sambad Samakal

৩৯ দিনে ২৩ বার! ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Jun 11, 2021 @ 6:34 pm
৩৯ দিনে ২৩ বার! ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের কারণে পেট্রোলের দামে কিছুটা লাগাম পরিয়ে রাখলেও ভোট মিটতেই খড়গহস্ত কেন্দ্র। গত ২ মে বেরিয়েছে ভোটের ফল। আর তারপর ৪ মে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও শুক্রবার দেশে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। ৩৯ দিনে এই নিয়ে ২৩ বার। দুই জ্বালানি তেলের দামই প্রতি লিটারে বেড়েছে ২৮ পয়সা করে। একে করোনা কাঁটায় দেশজুড়ে জারি নানা বিধিনিষেধ। তার উপর পেট্রোল-ডিজেলের দাম এভাবে টানা ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাভাবিক ভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কায় ঘুম উড়েছে মধ্যবিত্তের।

নতুন করে দাম বৃদ্ধির ফলে কলকাতায় এদিন লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছল ৯৫ টাকা ৮০ পয়সায়, ডিজেল ৮৯ টাকা ৬০ পয়সায়। দিল্লিতে পেট্রোলের দাম সামান্য বেশি। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম এদিন ৯৫ টাকা ৮৫ পয়সা। তবে ডিজেলের দাম কম দেশের রাজধানী শহরে। ডিজেল সেখানে লিটার প্রতি ৮৬ টাকা ৭৬ পয়সা। অন্যদিকে, বাণিজ্যনগরী মু্ম্বইয়ে ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম। এদিন সেখানে লিটার প্রতি পেট্রোল পেরোল ১০২ টাকা ০৪ পয়সা, ডিজেল প্রতি লিটার ৯৪ টাকা ১৫ পয়সা। তবে দেশে পেট্রোল সবচেয়ে মহার্ঘ্য রাজস্থানের শ্রীগঙ্গানগরে, দাম প্রতি লিটার ১০৬ টাকা ৯৪ পয়সা।

Related Articles