Sambad Samakal

জাল স্যানিটাইজারের কারখানা! গ্রেফতার ১

Jun 15, 2021 @ 3:52 pm
জাল স্যানিটাইজারের কারখানা! গ্রেফতার ১

মহামারী নিয়েও জালিয়াতি! করোনা সংকট থেকে বাঁচতে যে স্যানিটাইজার মানুষের অন্যতম প্রধান ভরসা, সেই স্যানিটাইজারই জাল করে বাজারে ছাড়ছে একদল অসাধু ব্যবসায়ী। এবার জাল স্যানিটাইজারের কারখানা চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 30 হাজার লিটার জাল সানিটাইজার সহ স্যানিটাইজার তৈরির কেমিক্যাল ও বেশ কিছু সরঞ্জাম।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তাপস মিত্র। বাড়ি বেলঘড়িয়ায়।
রাজারহাট রেকজোয়ানি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রেকজোয়ানি এলাকায় দুটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই ব্যবসা। বাড়ি দুটিকে সিল করেছে ড্রাগ কন্ট্রোল ও ইবির আধিকারিকরা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ড্রাগ কন্ট্রোল ও ইবির আধিকারিকরা রাজারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাজারহাট রেকজোয়ানি এলাকায় হানা দেন। ডক্টর প্লাস কোম্পানির নামে জাল স্যানিটাইজার তৈরি করার অভিযোগে ম্যানেজার তাপস মিত্রকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মাথাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related Articles