Sambad Samakal

ভুয়ো টিকাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলা গ্রহণ করল হাইকোর্ট

Jun 29, 2021 @ 5:07 pm
ভুয়ো টিকাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলা গ্রহণ করল হাইকোর্ট

ভুয়ো টিকাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আইনজীবী বিজেপি নেতার মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আগামিকাল, বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। অন্যদিকে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে প্রতারণার আরও একটি অভিযোগ দায়ের হল।
আদালত সূত্রে খবর, ভুয়ো টিকাকাণ্ডে সিবিআই সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর সেই মামলা আজ গ্রহণ করেছে আদালত।
যদিও সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যে দাখিল হয়েছে তিনটি জনস্বার্থ মামলা। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে আর্জি করেন,তিনটি জনস্বার্থ একত্রিত করে শুনানি হোক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, এখনও বাকি মামলাগুলি তালিকায় আসেনি। সেগুলি এলে সিদ্ধান্ত হবে। 
অন্যদিকে, এদিন বড়বাজারে দেবাঞ্জনের নামে অভিযোগ দায়ের করেন এক ইলেকট্রনিক্স দোকানের ব্যবসায়ী। তাঁর অভিযোগ, বিভিন্ন উচ্চপদস্ত ব্যক্তিদের সঙ্গে বিজনেস কনফারেন্সের নামে কম্পিউটার, হার্ড ডিকস, প্রজেক্টার কিনত দেবাঞ্জন। পুরসভার ভুয়ো লেটার প্যাড ও টেন্ডার তাঁর দোকান থেকে ৮ লক্ষ টাকার এই সকল গ্যাজেটস কেনে সে।

Related Articles