Sambad Samakal

নিয়মিত হস্তমৈথুনে কি কি অসুখ প্রতিরোধ হয়? জেনে নিন

Jun 29, 2021 @ 5:52 pm
নিয়মিত হস্তমৈথুনে কি কি অসুখ প্রতিরোধ হয়? জেনে নিন

হস্তমৈথুন নিয়ে আমাদের সমাজে অনেক ট্যাবু। এটি যে সুস্থ যৌন জীবনের স্বাভাবিক একটি ঘটনা, সে কথা বলাই যেন পাপ। অথচ এক আমেরিকান গবেষণা সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে প্রস্টেট ক্যান্সার রুখে দিতে অব্যর্থ হস্তমৈথুন। গবেষক বিজ্ঞানীরা বলছেন, পুরুষ মহিলা নির্বিশেষে হস্তমৈথুন শারীরিক বহু সমস্যা কাটিয়ে দেয়। এক নজরে দেখে নিন হস্তমৈথুনের সুফল।

১. আমেরিকান ওই সংস্থার দাবি, নিয়মিত হস্তমৈথুন পুরুষদের প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা রোধ করে। গবেষণা বলছে, ক্ষতিকর সেই সব পদার্থ, যা প্রস্টেটে বাসা বেঁধে ক্যানসার ডেকে আনতে পারে, নিয়মিত হস্তমৈথুনে সেগুলি বেরিয়ে যায়!

২. মহিলাদের ক্ষেত্রে নিয়মিত হস্তমৈথুন ভ্যাজাইনাল এবং সার্ভাইক্যাল ইনফেকশন সারিয়ে তোলে!

৩. নিয়মিত হস্তমৈথুনে পুরুষ ও মহিলা, উভয়েরই প্রস্রাব পথের ইনফেকশন দূর হয়।

৪. গবেষকদের দাবি, নিয়মিত হস্তমৈথুন টাইপ-২ ডায়াবেটিসের অব্যর্থ প্রতিষেধক।

৫. অনিদ্রা কাটাতে জুড়ি নেই হস্তমৈথুনের। মার্কিন সমীক্ষার তথ্য অনুযায়ী নিয়মিত হস্তমৈথুনে শরীর ক্লান্ত এবং শান্ত হয়, ফলে চট করে ঘুম চলে আসে।

৬. হস্তমৈথুন ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখে বলে দাবি গবেষকদের।

Related Articles