Sambad Samakal

পরীক্ষা চালাচ্ছেন দুই বাঙালি বিজ্ঞানী, করোনা চিকিৎসায় কার্যকরী ‘ক্রিসপআর’! দাবি অস্ট্রেলিয় গবেষকদের

Jul 19, 2021 @ 8:46 pm
পরীক্ষা চালাচ্ছেন দুই বাঙালি বিজ্ঞানী, করোনা চিকিৎসায় কার্যকরী ‘ক্রিসপআর’! দাবি অস্ট্রেলিয় গবেষকদের

করোনা চিকিৎসায় কার্যকরী ভূমিকা নিতে পারে ‘ক্রিসপআর’ পদ্ধতি। এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। তাঁরা জানিয়েছেন, এই পদ্ধতির ব্যবহারে মানবদেহের কোষে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হয়েছে ইতিমধ্যেই। এই সাফল্য প্রমাণিত। ফলে ‘ক্রিসপআর’ পদ্ধতি ব্যবহার করে ওষুধ তৈরি করা গেলে করোনার চিকিৎসায় তা দুর্দান্ত ভূমিকা নেবে। অস্ট্রেলিয় ওই গবেষকদের দাবি, ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিট বা ‘ক্রিসপআর’ পদ্ধতির মাধ্যমে ওষুধ তৈরি করতে পারলে মানুষের মধ্যে করোনা সংক্রমণ রুখে দেওয়া সম্ভব হবে। তাঁদের যুক্তি, ‘ক্রিসপআর’-এর মাধ্যমে জিনে কিছু পরিবর্তন ঘটানো সম্ভব হয়। মানবদেহে যে কোষগুলি সংক্রমিত, সেগুলিকে খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া হয় এই পদ্ধতির মাধ্যমে। ফলে সহজেই করোনা চিহ্নিত করে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে।
ভারতেও এই পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন দুই বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী ও সৌভিক মাইতি। তাঁরা গত বছর থেকেই ‘ক্রিসপআর’ নিয়ে কাজ করছেন। অস্ট্রেলিয় গবেষক শ্যারন লুইন জানিয়েছেন, ‘এই পদ্ধতিতে কম খরচে এবং সহজেই চিকিৎসা করা সম্ভব। তবে তার জন্য খাওয়ার ওষুধ তৈরি করা জরুরি। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’ গবেষকদের আরও দাবি, ‘ক্রিসপআর’ পদ্ধতির মাধ্যমে করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলিকেও ঠেকানো সম্ভব হচ্ছে। ব্রিটেনে যে আলফা ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে, তার উপরেও সফলভাবে প্রয়োগ করা হয়েছে এই পদ্ধতি।

Related Articles