Sambad Samakal

উচ্চমাধ্যমিকে প্রথম হলেও পরীক্ষা না দিতে পারার কষ্ট তাড়া করে বেড়াচ্ছে রুমানাকে

Jul 22, 2021 @ 7:03 pm
উচ্চমাধ্যমিকে প্রথম হলেও পরীক্ষা না দিতে পারার কষ্ট তাড়া করে বেড়াচ্ছে রুমানাকে

মাধ্যমিকে রাজ্যে পঞ্চম হয়েছিলেন। আর এবারের উচ্চমাধ্যমিকে সবাইকে পিছনে ফেলে একক ভাবে গোটা রাজ্যে প্রথম স্থানাধিকারী তিনি। ৫০০ তে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। তবুও মুখে হাসি নেই রুমানা সুলতানার। করোনা আবহে পরীক্ষা দিতে না পারার কষ্ট তাড়া করে বেড়াচ্ছে তাঁকে।
মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা সুলতানা। বাবা রবিউল আলম ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও শিক্ষিকা। তাই শিক্ষকতার ঘরানাতেই বেড়ে ওঠা রুমানা বরাবরই মেধাবী কৃতি ছাত্রী। ২০১৯ এর মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছিলেন। লক্ষ্য ছিল উচ্চমাধ্যমিকে আরও ভালো ফল করতে হবে। এরপর বড় হয়ে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চান রুমানা। ঝোঁক রয়েছে বিজ্ঞানী হওয়ারও। যদিও সাহিত্যও তাঁকে তাঁর বৈকী। অবসরে তিনি যে কবিতা লেখেন!

Related Articles