Sambad Samakal

কোভ্যাক্সিন নেওয়া দেড়লাখের টিকাকরণ নির্দিষ্টদিনে অনিশ্চিত

Jul 22, 2021 @ 9:10 pm
কোভ্যাক্সিন নেওয়া দেড়লাখের টিকাকরণ নির্দিষ্টদিনে অনিশ্চিত

টিকার দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে গেল কোভ্যাক্সিন নেওয়া কলকাতা পুর এলাকার প্রায় দেড়লাখ মানুষের। প্রথম টিকা নেওয়ার ২৮ দিন পর, নির্দিষ্ট দিনে আর দ্বিতীয় ডোজ পাবেন না তাঁদের অনেকেই। কারণ, কলকাতা পুরসভার কাছে কোভ্যাকসিনের স্টক আর নেই। ফলে আপাতত শুক্রবার থেকে শহরে বন্ধ হয়ে যাচ্ছে কোভ্যাকসিনের ৪০ টিকাকরণ শিবির। বৃহস্পতিবার এমনটাই জানালেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক প্রশাসক ও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ।
বৃহস্পতিবার অতীন ঘোষ জানান,
বারবার চাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোভ্যাক্সিন পাঠায়নি। ফলে পুরসভার সেন্ট্রাল স্টোরের স্টক শেষ। সেই কারণে পুরসভা বাধ্য হয়ে শহরের কোভ্যাকসিনের টিকাকরণ শিবিরগুলি বন্ধ রক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী, বন্ধ থাকছে রক্সি সিনেমাহলের মেগা টিকা সেন্টারও।
তিনি আরও জানান, যেদিন আবার কেন্দ্রের থেকে কোভ্যাকসিন পাওয়া যাবে, তার পরদিন থেকে ফের ওই ৪০টি সেন্টারে ফের চালু করা হবে।
কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন না পাঠানোয়রাজ্যে ভ্যাকসিন সংকট তৈরি হওয়ার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ঘটনা মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের সত্যতাই প্রমাণ করল বলে দাবি পুর কর্তৃপক্ষের।

Related Articles