Sambad Samakal

KMC: এবার বাড়ির পাশেই পুরসভার মেগা আধার সেন্টারে আসুন

Aug 12, 2021 @ 10:21 am
KMC: এবার বাড়ির পাশেই পুরসভার মেগা আধার সেন্টারে আসুন

স্বপ্নরেখা সেনশর্মা

অনলাইনে বাড়ির প্ল্যান, ট্যাক্স থেকে সব চালুর পর এবার নাগরিক জীবনের অতি প্রয়োজনীয় আধার কার্ড সংকট মেটাতে আসরে নামলেন পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। কারণ, আধার কার্ড ছাড়া এখন নাগরিক জীবনের প্রধান পরিচয়ের অবলম্বন হয়েছে এই কার্ড। প্রশাসনিক যে কোনও কাজে কেউই এক পা এগোতে পারছেন না। কিন্তু অনেকরই এখনও হয় আধার কার্ড নেই, নয়তো নামের বানান বা ঠিকানা ভুল আছে। কিন্তু শহরের নানা ব্যাংকে এই কার্ড তৈরি বা সংশোধনের ব্যবস্থা থাকলেও তা অধিকাংশ নাগরিকের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। আবার সেন্টার পাওয়া গেলেও সেখানে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘণ্টা হয়রানি হতে হচ্ছে। বস্তুত এই দুর্ভোগ লাঘবে এবার কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম শহরের সাধারণ নাগরিকদের জন্য স্থায়ী মেগা আধার পরিষেবা কেন্দ্র চালু করছেন। পুরভবনের লাগোয়া রক্সি সিনেমার বাড়িতে ওই সেন্টারে ১৫ আগস্টের পর থেকে চালু হয়ে যাবে। নথি জমা দিয়ে নতুন আধার তৈরি ও পুরোনো কার্ড সংশোধন, দুইই এখানে হবে। আপাতত পাঁচটি কাউন্টার খোলা হবে। তিনটি কাউন্টারে সংশোধন ও দুটিতে নতুন কার্ড বানানোর কাজ চলবে। সপ্তাহে ছয়দিন এই কাজ চলবে। থাকবেন কেন্দ্রীয় সরকার থেকে দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কর্মীরা। পুরসভার তরফেও কর্মীরা থাকবেন। তবে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে যেমন নূ্যনতম অর্থ জমা দিতে হয় এখানেই একই নিয়ম প্রযোজ্য। ইতিমধ্যে সেন্টারটি ভারপ্রাপ্ত সংস্থার তরফে পরিদর্শনও হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্থায়ী নয়া মেগা আধার সেন্টারটি পুরপ্রশাসকের তরফে মহানগরবাসীকে আরও একটি নয়া অতি প্রয়োজনীয় পরিষেবা উপহার বলে দাবি পুরসভার।

Related Articles