Sambad Samakal

Kabul: ২০ বছরের যুদ্ধের ইতি, উল্লাসে মাতল তালিবান

Aug 31, 2021 @ 10:52 am
Kabul: ২০ বছরের যুদ্ধের ইতি, উল্লাসে মাতল তালিবান

২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটল অবশেষে। পূর্ব ঘোষণা মতোই ৩১ অগাস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা সরিয়ে নিল আমেরিকা৷ এরপরই উল্লাসে মেতে উঠল তালিবান। শূন্যে গুলি ছুঁড়ে, আতসবাজি পুড়িয়ে স্বাধীনতা উদযাপন করল তালিবানরা।

আফগানিস্তান দখলের পর থেকেই আমেরিকা সহ সমস্ত বিদেশি শক্তিকে ৩১ অগস্টের মধ্যে বাহিনী সরানোর সময় বেঁধে দিয়েছিল তালিবানরা। সেই সময় মোতাবেক সময়সীমা সরানোর আগেই সেনা প্রত্যাহার করল আমেরিকা। যা নিয়ে বাইডেনকে কটাক্ষ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কটাক্ষ, এত বাজে যুদ্ধের সমাপ্তি আগে কখনও হয়নি।

অন্যদিকে, মার্কিন বাহিনী প্রত্যাহার হতেই উল্লাসে মেতে উঠেছে তালিবানরা। শূন্যে গুলি ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেককে। কেউ কেউ আবার রকেট ছুড়তে শুরু করে। কাবুলে ঘনঘন শোনা যায় রকেট ও গুলির শব্দ। এদিকে, তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বর্তমানে দেশজুড়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে একবার সরকার দখল হয়ে গেলে সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে।

Related Articles