Sambad Samakal

ফের নিম্নচাপের ভ্রূকুটি! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Aug 31, 2021 @ 9:58 am
ফের নিম্নচাপের ভ্রূকুটি! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ফের নিম্নচাপের ভ্রূকুটি। যার ফলে রাজ্যে বৃষ্টিপাত চলবে। কোনও কোনও অংশে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা ও অন্ধ্র উপকূলে একটি নিম্নচাপ রয়েছে। তার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হবে। তবে বাংলায় ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। ফলে গরম থাকবে।

Related Articles