Sambad Samakal

Bangladesh: হিন্দু নির্যাতন! কী ব্যবস্থা নিচ্ছে হাসিনা সরকার?

Oct 19, 2021 @ 9:45 pm
Bangladesh: হিন্দু নির্যাতন! কী ব্যবস্থা নিচ্ছে হাসিনা সরকার?

দুর্গা মন্ডপ ও মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপ করছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল।

তিনি বলেন, দোষীদের শাস্তি দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবরকম কড়া পদক্ষেপ করছেন। উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৭১টি মামলা রুজু হয়েছে। গত পাঁচদিনে গ্রেফতার করা হয়েছে ৪৫০ জনকে।

বাংলাদেশে অশান্তির ঘটনায় নিন্দা করেছে আমেরিকার বিদেশমন্ত্রক। মার্কিন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ধর্ম পালনের স্বাধীনতা মানবাধিকারের মধ্যে পড়ে। রাষ্ট্রপুঞ্জের তরফেও বাংলাদেশ সরকারকে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে প্রশাসনকে।

যদিও দু’দিন আগেই হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কেউ সংখ্যালঘু নন। যাঁরা বাংলাদেশের মাটিতে জন্মেছেন, “তাঁরা সবাই বাংলাদেশের সন্তান। যে কারও ওপরই নির্যাতন হোক, সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *