Sambad Samakal

EPFO: মাত্র ১ ঘণ্টায় কীভাবে তুলবেন পিএফ অ্যাকাউন্টের সুদের টাকা?

Oct 23, 2021 @ 2:13 pm
EPFO:  মাত্র ১ ঘণ্টায় কীভাবে তুলবেন পিএফ অ্যাকাউন্টের সুদের টাকা?

উৎসবের মরসুমে খুশির খবর ইপিএফও-তে অন্তর্ভুক্ত কর্মীদের জন্য। কালীপুজোর মধ্যেই পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করা হচ্ছে। চাইলে ১ ঘণ্টার মধ্যেই সেই টাকা তুলতে পারবেন আপনি। কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি।

১) প্রথমেই ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in খুলুন এবং Online Advance Claim- অপশনে ক্লিক করুন।

২) সেখান থেকে অনলাইন সার্ভিসেস অপশনে যান।

৩) এরপর ক্লিক করুন Claim অপশনে [ফর্ম-৩১,১৯, ১০সি ও ১০ডি]

৪) আপনার কাছে নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ৪টি ডিজিট জানতে চাওয়া হবে। সেটি এন্টার করে, যাচাই করুন।

৫) এরপর Proced for Online Claim অপশনে ক্লিক করুন।

৬) সরাসরি ড্রপ ডাউন থেকে PF Advance নির্বাচিত করুন [ফর্ম ৩১]।

৭) কেন আপনি এখন এই টাকা তুলতে চান তার কারণ নির্বাচন করুন। ট্রান্সফারের টাকার পরিমাণ লিখুন। সাথেই আপনার একটি চেকের স্ক্যান করা কপি আপলোড করুন।

৮)এরপর খুলে যাওয়া উইন্ডোয়, Get Aadhaar OTP-অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার আধার সংযুক্ত মোবাইলে একটি OTP আসবে।

৯) ওই OTP এন্টার করলেই আপনার কাজ শেষ। দেখে নেবেন আপনার ক্লেইম সঠিক ভাবে জমা হল কি না। সব ঠিক থাকলে, পরবর্তী এক ঘণ্টার মধ্যে পিএফ-এর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত জরুরি ক্ষেত্রে বা অগ্রিম সুদের টাকা তুলতেও এই পদ্ধতি আপনার কাজে লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *