Sambad Samakal

Darjeeling Peace:পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মমতার

Oct 26, 2021 @ 7:02 pm
Darjeeling Peace:পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মমতার

মঙ্গলবার ফের একবার পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কার্শিয়াং-এ প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানেই পাহাড়ের সমস্ত নেতাদের সামনে তাঁর ওপর ভরসা রাখার আর্জি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার ওপর ভরসা রাখো। আমি পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করে দেব। আমি যা বলি, তাই করি। বাইরের লোকেরা এসে রাজনীতি করে চলে যাচ্ছে। পাহাড়ের মানুষকে নিয়েই সমস্যার সমাধান করতে হবে।”

এর সঙ্গেই আজ প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হবে। কয়েক দিন পরে ভোটার তালিকা সংশোধন শেষ হলেই, পাহাড়ে জিটিএ-র নির্বাচন করা হবে। পাহাড়ের উন্নয়নের জন্য সমস্ত দলের প্রতিনিধি ও শিল্পগোষ্ঠীদের প্রতিনিধি নিয়ে একটি স্টিয়ারিং কমিটিও গড়ার নির্দেশ দেন মমতা এদিন।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে পাল্টা কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ” আমরা পাহাড়ে ভোট চাই। কেন এতদিন ভোট হয় নি, তার জবাব সরকারকেই দিতে হবে। তৃণমূল নির্বাচনে বিশ্বাসী নয়। কোন একটি জনগোষ্ঠীর নামে রাজ্য গঠনের আমরা বিরোধী।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *