কালীপুজোর আগেই নিজের গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত নিয়ে হাজির হলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। মঙ্গলবার নিজে টুইট করে নতুন গান প্রকাশের খবর জানিয়েছেন গায়ক স্বয়ং।
জিৎ গাঙ্গুলীর গাওয়া নতুন এই শ্যামা সঙ্গীতের নাম ‘তারা তুই’। এটিই তাঁর জীবনের গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত বলে জানিয়েছেন জিৎ। কালীপুজোর মাহাত্মের কথা মাথায় রেখে গান রচনা করেছেন চন্দ্রানী গঙ্গোপাধ্যায়। গায়ক জিৎ গাঙ্গুলী জানিয়েছেন, কালীপুজোর আগে দর্শকদের নিজের গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত উপহার দিতে পেরে তিনি অত্যন্ত খুশি।