Sambad Samakal

Bhaifota: ভাইফোঁটার রীতি চালু হয়েছিল কবে?

Nov 5, 2021 @ 9:09 am
Bhaifota: ভাইফোঁটার রীতি চালু হয়েছিল কবে?

ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে সার্বিক সুস্থতা ও সাফল্য কামনা করে বোন। দীপান্বিতা অমাবস্যা কেটে যেতেই দ্বিতীয়া তিথিতে ঘরে ঘরে পালিত এই রীতির পোশাকি নাম ভাইফোঁটা। যমের দুয়ারে কাঁটা ফেলে দাদা বা ভাইয়ের কপালে বিজয় তিলক এঁকে দেয় বোন বা দিদিরা। ভাইয়ের শিশির ধোয়া কপালে দই চন্দন, মধুর ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় বোন বলে ওঠে, “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা”। তারপর ভাইকে মিষ্টিমুখ করানো হয়। কিন্তু জানেন কি, যুগ যুগ ধরে চলে আসা এই ভাইফোঁটার রীতি শুরু হয়েছিল কবে?

হিন্দুশাস্ত্র থেকে জানা যায়, নরকাসুরকে বধ
করে ভগবান শ্রীকৃষ্ণ যখন তাঁর বোন সুভদ্রার কাছে ফিরে এসেছিলেন, বোন সুভদ্রা তখন শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে পরিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন। সেটা ছিল দীপান্বিতা অমাবস্যা পরবর্তী এই দ্বিতীয়া তিথি। জনশ্রুতি, সম্ভবত সেই থেকেই ভাইফোঁটার প্রচলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *