Sambad Samakal

State Animal: কোলাঘাটের বাবুয়া গ্রামে বাঘ?

Nov 6, 2021 @ 5:20 pm
State Animal: কোলাঘাটের বাবুয়া গ্রামে বাঘ?

শনিবার ভাইফোঁটার সকালে, কোলাঘাটে চাঞ্চল্য। বাঘের বেশে এক জন্তু দেখা মেলে। পরে জানা যায় এটি একটি বিরল প্রজাতির বাঘরোল। কোলাঘাট থানার বাবুয়া গ্রামে বাঘরোলটি জনৈক মুস্তাক হোসেনের বাড়িতে আচমকা ঢুকে পরে। প্রথমে বাঘ বলে ভয় পেলেও, পরে ভুল ভাঙে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, কোলাঘাট থানা ও বন দফতরের আধিকারিকরা।

লম্বায় প্রায় ৩ ফুট বাঘের মত দেখতে প্রানীটিকে দেখার পরে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। ভুল ভাঙতেই বাঘরোল দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কর্মীরা। প্রসঙ্গত বাঘরোল বা ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *