Sambad Samakal

Electric Bill: কেমন করে কমাবেন ইলেকট্রিক বিল?

Nov 6, 2021 @ 3:12 pm
Electric Bill: কেমন করে কমাবেন ইলেকট্রিক বিল?

বাজারের সমস্ত কিছুর সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে বিদ্যুতের খরচও। আর সেই বাড়তি ইলেকট্রিক বিলের খরচ দিতে গিয়ে পকেটে টান পড়ছে প্রতিমাসে। আপনার সমস্যা মিটিয়ে দিতে পারে, কয়েকটি সাধারণ উপায়।

১) বাড়িতে পুরনো লাইট বদলে এলইডি লাইট ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ অনেকটা কমে যাবে।

২) চার্জার থেকে মোবাইল খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করুন। এসি বা টিভি বন্ধ করার পরেও একই ভাবে সুইচ বন্ধ করবেন। এতে বিদ্যুতের সাশ্রয় হয়।

৩) ঘনঘন এসি বন্ধ বা চালু লড়বেন না. একটানা চালিয়ে কিছুক্ষন বন্ধ করে রাখুন। সাধারণত ২৪ ডিগ্রির নিচে এসির তাপমাত্রার না নামালে খরচ কমবে।

৪) ফ্রিজ সারাদিনে অন্তত এক ঘন্টা বন্ধ রাখুন। এতে যন্ত্রেরও বিশ্রাম হবে, আপনার বিদ্যুৎও বাঁচবে।

৫) ১০ বা ১৫ বছরের বেশি কোন ইলেক্ট্রনিক যন্ত্র থাকলে তা বদলে নিন। পুরনো যন্ত্র অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। যন্ত্র নিয়মিত সার্ভিসিং করলে, বিদ্যুতের সাশ্রয়ও হবে যন্ত্রও অনেক দিন ভালো থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *