Sambad Samakal

Maheshtala: যুবককে মারধরের ঘটনায় মহেশতলা থানার সামনে বিক্ষোভে বিধায়ক

Nov 10, 2021 @ 2:15 pm
Maheshtala: যুবককে মারধরের ঘটনায় মহেশতলা থানার সামনে বিক্ষোভে বিধায়ক

কালীপুজোর রাতে বাইক পার্কিং নিয়ে বচসার জেরে মহেশতলা থানায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে মহেশতলা থানার সামনে বিক্ষোভে যোগ দিলেন এলাকার বিধায়ক দুলাল দাস। বিধায়কের দাবি, মহেশতলা থানার দোষী পুলিশ অফিসার ও আইসিকে অবিলম্বে শাস্তি দিতে হবে। তাঁর সঙ্গে ছিলেন মহেশতলা পুরসভা ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

অভিযোগ, মহেশতলা থানার এক এসআই ওই যুবককে গতকাল রাতে বেধড়ক মারধর করে থানায় নিয়ে গিয়ে। হাত, কব্জি, কুনুই, বুকের পাঁজর কার্যত মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। ঘটনার তীব্র নিন্দা করছেন এলাকাবাসীদের একাংশও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *