Sambad Samakal

Food: চেখে দেখতে চান মাটি মেশানো খাবার?

Nov 13, 2021 @ 5:04 pm
Food: চেখে দেখতে চান মাটি মেশানো খাবার?

সুন্দর প্লেটে সাজিয়ে গুছিয়ে লোভনীয় খাবার দেওয়া হল আপনাকে। এরপরে খাবারের ওপরে ছড়িয়ে দেওয়া হল কিছুটা রঙিন মাটি। কারণ তাতে খাবারে দারুন স্বাদ আসবে! না তাতে খাবারটি মাটি হয়ে তায় না। বরং স্বাদ বাড়ে। ইরানের হরমুজ দ্বীপে গেলেই এই দৃশ্য চাক্ষুস করতে পারবেন আপনি। লাল, হলুদ, সবুজ, নীল হরেক রঙের মাটির হরেক রকমের স্বাদ রয়েছে।

বিশ্বের একমাত্র খাদ্যমাটির উৎস রয়েছে ইরানের এই দ্বীপে। খাবারে স্বাদ আনতে মশলা হিসেবে এই খাদ্য মাটি ব্যবহার করা হয়। ইরানের হরমুজ দ্বিপে রয়েছে রেইনবো মাউন্টেন। এই মাটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। যার আলাদা আলাদা স্বাদ রয়েছে। এই মাটি অত্যন্ত স্বাস্থ্যকরও বটে। চাইলে ইরানে গিয়ে মাটির স্বাদ নিয়ে আসতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *