Sambad Samakal

Extramarital Regulation: বিবাহবহির্ভূত সম্পর্কের আইনি স্বীকৃতি চাইছে এই দেশ!

Nov 13, 2021 @ 4:29 pm
Extramarital Regulation: বিবাহবহির্ভূত সম্পর্কের আইনি স্বীকৃতি চাইছে এই দেশ!

করোনা আবহে পর্যটন বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। যে দেশের অর্থনীতিতে ৮০ শতাংশ বিদেশি পর্যটকের ভূমিকা উল্লেখযোগ্য। সেই দেশ আর্থিক মন্দা কাটিয়ে উঠতে অবিবাহিতদের শারীরিক সম্পর্কে আইনি শিলমোহরের প্রত্যাশায় বসে আছে।

উত্তর আফ্রিকার দেশ মরোক্কো সমুদ্র, পাহাড় আর মরুভূমির অপূর্ব প্রাকৃতিক শোভায় সাজানো। স্বাভাবিক ভাবেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই দেশ। প্রায় এক দশক এই দেশ পরিচালনায় ছিল কট্টর মুসলমান ভাবধারায় বিশ্বাসী রাজনৈতিক দল। আর তাদের মত অনুসারে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক ‘হারাম’। তাই রীতিমতো দেশের সব হোটেলে বিবাহের নথি দেখিয়ে ঘর ভাড়া নিতে হতো যুগলদের। এবার করোনার ধাক্কায় পর্যটন ব্যবসা ক্ষতি হওয়াতে হোটেল শিল্পের ত্রাহি পরিস্থিতি। তাই দাবি উঠেছে বদলাতে মরোক্কোর আইনের ৪৯০ ধারা।

এতদিনে এই আইনে বিবাহিত নন এমন নারী-পুরুষের দৈহিক সম্পর্ক প্রমাণ হলে এক বছরের কারা-বাসের বিধান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচ যথেষ্ট উদারপন্থী হিসেবে পরিচিত। তাই জনগনের আশা এবার বদলাবে এই ‘একুশে আইন’। আর তাতে ভরে উঠবে হোটেলের ঘর, ঘুরে দাঁড়াবে পর্যটন ব্যবসাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *