Sambad Samakal

Accident: চিংড়িঘাটায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত্যু এক আরোহীর

Nov 16, 2021 @ 11:26 am
Accident: চিংড়িঘাটায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত্যু এক আরোহীর

মঙ্গলবার সকালেই মর্মান্তিক বাইক দুর্ঘটনার সাক্ষী রইল চিংড়িঘাটা। কসবা থেকে রুবি হয়ে সল্টলেকের দিকে যাচ্ছিলেন দুই বাইক আরোহী। চিংড়িঘাটার নির্মীয়মান মেট্রো স্টেশনের কাছে দ্রুত গতিতে আসা একটি ট্রাক পেছন থেকে বাইকে ধাক্কা মারে। বাইকের পেছনে বসে থাকা বছর ২৬-এর সাগর ছিটকে পড়েন বাইক থেকে। মাথার হেলমেট ধাক্কার আঘাতে খুলে যায়। তাঁকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বাইক চালক যুবক।

ঘাতক ট্রাকটিকে বিধাননগর ট্রাফিক গার্ডের পুলিশ আটক করলেও চালক পলাতক। এলাকার বাসিন্দাদের দাবি, মেট্রোর কাজ চলার জন্য ওই এলাকার রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। ফলে দ্রুত গতির গাড়িতে এই ধরনের দুর্ঘটনা ঘটছে নিয়মিত। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় আরও বেশি করে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *