Sambad Samakal

Suvendu: দলত্যাগী মুকুল মামলার ‘সুপ্রিম নির্দেশ’ নিয়ে কী বললেন শুভেন্দু?

Nov 22, 2021 @ 6:39 pm
Suvendu: দলত্যাগী মুকুল মামলার ‘সুপ্রিম নির্দেশ’ নিয়ে কী বললেন শুভেন্দু?

বিধায়ক মুকুল রায়ের ওপরে দলত্যাগ বিরোধী আইনে আদৌ ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেই বিষয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছে দেশের সর্বোচ্চ আদালত। যেহেতু বিধানসভার স্পিকার একটি সাংবিধানিক পদ, তাই কোনও নির্দেশ জারি করা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আর সেই বিষয়েই টুইট করে মুকুলকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজের টুইটে শুভেন্দু লিখেছেন, “ন্যায়বিচার আবার জয়ী হল। ভারতের সুপ্রিমকোর্ট মুকুল রায়ের ওপর দলত্যাগবিরোধী আইন কার্যকরী করতে বিলম্বের বিষয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ করেছেন। ২০১১ সালের পর এই প্রথম পশ্চিমবঙ্গে দলত্যাগবিরোধী আইন কার্যকর হতে চলেছে।”

এর আগেও মুকুল রায়ের ওপর দলত্যাগবিরোধী আইন কার্যকর করার দাবিতে সরব হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *