Sambad Samakal

Parliament Session: তুমুল হট্টগোলে মুলতুবি লোকসভা, রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

Nov 30, 2021 @ 1:42 pm
Parliament Session: তুমুল হট্টগোলে মুলতুবি লোকসভা, রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই চরম উত্তেজনা দেশের রাজ্যসভা ও লোকসভায়। কৃষি আইন বাতিলের পরে মঙ্গলবার ১২ সাসপেন্ডেড সাংসদের সাসপেনশন তোলা নিয়ে তর্জা শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে। অধিবেশন শুরুর পরেই তুমুল হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা। অন্যদিকে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন সমস্ত বিরোধী দলের সাংসদরা।

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরুর পরেই ১২ জন সাসপেন্ডেড সাংসদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বিরোধীরা পাল্টা জবাব দেন, তাঁরা পৃথক ভাবে ক্ষমা চাইবেন না। শাসক ও বিরোধীদের এই অনড় অবস্থানের পরেই ওয়াকআউট করেন বিরোধী দলগুলোর সাংসদরা। সাসপেনশন না তুললে অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। তবে এই সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস সামিল হচ্ছে না বলেই দুপুরে খবর লেখা পর্যন্ত জানা গেছে।

অন্যদিকে, সংসদ অধিবেশনে নিজেদের স্ট্র্যাটিজি ঠিক করতে পৃথক ভাবে ২টি বৈঠক করেছেন বিরোধীরা। রাহুল গান্ধীর নেতৃত্বে ১৪ দলের বৈঠক হয়। তৃণমূল সাংসদরা আলাদা ভাবে বৈঠক করেন। সংসদ ভবনে গান্ধীমূর্তির সামনে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *