Sambad Samakal

Million Dollar Point: সমুদ্রের তলায় সামরিক সামগ্রীর ‘মিলিয়ন ডলার পয়েন্ট’

Nov 30, 2021 @ 12:37 pm
Million Dollar Point: সমুদ্রের তলায় সামরিক সামগ্রীর ‘মিলিয়ন ডলার পয়েন্ট’

সমুদ্র তলায় পরে রয়েছে অস্যংখ্য সামরিক সামগ্রী। যার পোশাকি নাম ‘মিলিয়ন ডলার পয়েন্ট’। কী নেই সেখানে, জিপি গাড়ি, বুলডোজার, কামান, ট্যাঙ্ক, সেমিট্রেলার সহ কতকিছু। এমন দৃশ্য দেখলে চমকে ওঠারই কথা। সমুদ্রের তলায় জাহাজের ধ্বংসাবশেষ হামেশাই দেখা যায়। কিন্তু সামরিক সামগ্রীর এই ভাণ্ডারের দৃশ্য দুর্লভ।

প্রায় সাড়ে সাত দশক আগে বিশ্বযুদ্ধে জয়ী হয়েছে আমেরিকা। ইউরোপ ও জাপান থেকে সামরিক সামগ্রী ফিরিয়ে নিয়ে আসতে বিপুল অর্থের প্রয়োজন। গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দার ফলে সাগরের জলেই সলিল সমাধিস্থ করা হয়েছিল সেই সব সামগ্রী। ভানুয়াতুর সমুদ্র তলায় আজও দেখা মেলে এই সমস্ত ‘গুপ্তধনের’। স্থানীয় ভাবে চলে ট্রেজার হান্টও। তাই সমুদ্র ওই এলাকার পোশাকি নাম হয়েছে ‘মিলিয়ন ডলার পয়েন্ট’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *