Sambad Samakal

Covid: করোনা রোধে চিউইং গাম!

Dec 6, 2021 @ 8:03 am
Covid: করোনা রোধে চিউইং গাম!

করোনা সংক্রমণ রুখতে এবার ‘চিউইং গাম’ আনার পরিকল্পনা করছেন গবেষকরা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এই নিয়ে গবেষণা। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার গবেষকরা দাবি করছেন, ৫০ গ্রামের এক ধরনের বিশেষ চিউয়িং গামের মাধ্যমে ফুসফুসে পৌঁছনোর আগে মুখেই রুখে দেওয়া যায় ৯৫ শতাংশ কোভিড ভাইরাসকে।

সম্প্রতি Molecular Therapy জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, এই বিশেষ চিউয়িং গামের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের প্রোটিন। যা মুখের লালার মধ্যেই কোভিড ভাইরাসকে রুখে দেয়। যার ফলে সংক্রমিত লালা গলা দিয়ে প্রবেশ করতে পারে না। এই প্রোটিনের ব্যবহারে গলা দিয়ে ফুসফুসে ঢোকার আগেই করোনা ভাইরাসকে মেরে ফেলা সম্ভব বলে দাবি গবেষকদের।

University of Pennsylvania-র গবেষকরা দেখেন, ৫ এমজি চিউয়িং গাম কোষের মধ্যে কোভিডের সংক্রমণ রুখতে সাহায্য করছে। সেখানে ৫০এমজি কোভিড প্রতিরাধী চিউয়িং গাম চিবোলে মুখেই ৯৫ শতাংশ সংক্রমণ রোখা সম্ভব হচ্ছে। স্বাভাবিকভাবেই নতুন এই গবেষণা নিয়ে আশা দেখছে আমেরিকা-সহ গোটা বিশ্ব। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *